বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

বরিশালে বাস-মাহিন্দ্রা শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ৪ মে, ২০২৪

বরিশালের নথুল্লাবাদে বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফলে সব রুটে বন্ধ হয়ে যায় বাস চলাচল। শনিবার (৪ মে) রাত ৮ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে আবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাস চালক ও তার সহকারীকে মারধর করায় দুপুর থেকে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। বাস বন্ধ থাকায় যাত্রী পরিবহন করে মাহিন্দ্রা চালকরা। এতে বাস শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে অন্তত ১৫টি মাহিন্দ্রা ভাঙচুর করে।

আহত হন রাজু, শাকিল আহমেদ, আবাদুর রহমান নামে তিন মাহিন্দ্রা শ্রমিক আহত হন। তাদেরকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে মাহিন্দ্রা চালক ও শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর