মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০১:৫১ অপরাহ্ন

২৫০ টাকা আয়ে চারজনের সংসার চলে কিশোর তোফাজ্জলের

Reporter Name / ৩৫ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

একটি ভাঙাচোরা বাইসাইকেলই তার ভরসা। এ সাইকেল চালিয়ে ১৫ কিলোমিটার দূরের খাসিয়াপুঞ্জিতে কাজ করে কিশোর তোফাজ্জল। ১৩ বছর বয়সেই তাকে চারজনের সংসারের হাল ধরতে হয়েছে। প্রতিদিন মাত্র দুই-আড়াইশ টাকা উপার্জনে পরিবারের তিন অসুস্থ সদস্যকে নিয়ে সংসার চালাতে হচ্ছে তোফাজ্জলকে। কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের আলী আহমেদের (৬৫) ছেলে তোফাজ্জল হোসেন।

প্রতিনিধির সাথে আলাপকালে স্থানীয় মোশাররফ হোসেন জানায়, তার পরিবারের তিনজন অসুস্থ। বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত, বোন আয়েশা খাতুন (২৫) মানসিক ভারসাম্যহীন। এছাড়া বয়োবৃদ্ধ দাদী সমিতা বিবি(৮২) দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী। স্থানীয় খাসিয়াপুঞ্জিতে কাজ করে প্রতিদিন যা রোজগার হয় তাতে দু’বেলা ঠিকমতো খাবার জোটে না তাদের। মাঝেমধ্যে প্রতিবেশীদের সামান্য সহযোগিতাই তাদের ভরসা।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর