সময়ের সাহসী সন্তান রাজীব আহসানকে সাংসদ হিসেবে দেখতে চায় বরিশাল-৪ আসনের মানুষ

।।এন এম শাহীন।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’রভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দলের মনোনয়ন পেতে হলে যোগ্য হতে হবে বলে জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন আদর্শবান, দেশপ্রেমিক, ত্যাগী, সৎ ও মানবদরদী উদার মনের হতে হবে।
বিএনপি’র এমপি মনোনয়ন পেতে ইতিমধ্যে অনেকেই দৌড়ঝাপ শুরু করেছেন। হলে লাগবে তিনটি যোগ্যতা!
ত্যাগ ও সংগ্রাম, সততা ও সুনাম এবং জনপ্রিয়তা। যার সবগুলোই আছে এমন একজন ব্যক্তির মধ্যে তিনি হলেন
বরিশাল বিভাগের কৃতি সন্তান রাজীব আহসানকে ঘিরে স্বপ্ন বুনতে শুরু করেছেন তার জন্মস্থান বরিশালের মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষ।
বরিশাল-৪ আসনের সংসদ সদস্য হিসেবে তাকেই দেখতে চান তারা।
রাজীব আহসান সমর্থক মেহেন্দিগঞ্জ এর তরুণ তাকে নিয়ে আবেগাপ্লুত হয়ে লিখেন“রাজীব আহসান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার বিষয়ে আরেকটু না বললেই নয় সবথেকে আনন্দের বিষয় হলো তিনি মেহেন্দিগঞ্জের ছেলে। তার আমলে তার কর্মীরা উপলব্ধি করতে পেরেছে স্বেচ্ছাসেবক দল বলতে আমরা জানতাম। সর্বশেষ যখন ম্যাডাম জিয়া বরিশালের মাটিতে এসেছিলেন তখন আমরা দেখেছিলাম স্বেচ্ছাসেবক দল শুধু শৃঙ্খলা মেইনটেইনের জন্য নিয়োজিত, তবে
“জনাব রাজিব আহসান কে? তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার কাজে।স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন যেটা রোল মডেল করে রেখে গিয়েছেন।
অনেকে বলেছিলেন যে নেতা হতে হবে জনাব রাজিব আহসানের মতো আর তাই তাকে নাম দিয়েছিলেন “ক্যারিশমেটিক নেতা” এবং “পরশপাথর” তার কারণ তিনি যেখানেই হাত দিবেন সেই সংগঠনই সুসংগঠিত হবে এবং উজ্জীবিত হবে ।
রাজীব আহসান এর ত্যাগ ও সংগ্রাম:- শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে বার বার কারাবরণ, শতাধিক মামলা কাধে নিয়ে আদর্শ ও কর্ম থেকে নিজেক এক ইঞ্চি ও পিছপা করেননি।বেশ কয়েকটি মামলায় সাজা প্রাপ্ত আসামি তিনি এবং অসংখ্যবার হামলা ও পুলিশি হয়রানির শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন তিনি।এমনকি দীর্ঘদিন নিজের এলাকার মাটিতে পা পর্যন্ত রাখতে পারেননি। এর থেকে বড় ত্যাগ আর দলের জন্য কি হতে পারে?বলে প্রশ্ন করেন বিএনপি সমর্থক স্থানীয় রফিজ উদ্দীন।
উল্লেখ্য ৯০ এর দশকে ১৯৯১ সালে থেকে রাজনীতিতে পদার্পণ করেন রাজীব।সেই থেকে এখন পর্যন্ত ত্যাগ ও সংগ্রামের তালিকা করলে ১ থেকে ১০ এর মধ্যেই থাকবেন তিনি বলে জানান এলাকাবাসী।
এছাড়া নিজের দলের চরম ক্রান্তিলগ্নে রাজীব আহসান বন্যা কবলিত তার নিজ এলাকায় সাধ্যমতো সহযোগিতা করছেন।উল্লেখ্য রাজীব আহসান ২০২২ সাল থেকে অদ্যবধি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন।