মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

সোমবার করোনায় প্রথম মৃত্যু চট্টগ্রামে;শনাক্ত ১০

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

চট্টগ্রামে চলতি বছর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে নতুন করে আরও ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন ৭৫ বছর বয়সী শফিউল ইসলাম। তিনি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার আগে তিনি মা ও শিশু জেনারেল হাসপাতালে পোস্ট-অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিকবার তার ডায়ালাইসিস করা হয়েছিল। তবে করোনা শনাক্ত হওয়ার পর তিনি স্বেচ্ছায় হাসপাতাল ছেড়ে দেন এবং পরে নিজ বাড়িতেই মারা যান।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন নগরীর বিভিন্ন এলাকার এবং ৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। উল্লেখযোগ্য বিষয় হলো, এদিন নগরের চারটি সরকারি ল্যাবে কোনো করোনা পরীক্ষা হয়নি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জনই নগর এলাকার বাসিন্দা।

করোনার সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সবাইকে মাস্ক ব্যবহারের পাশাপাশি সচেতন থাকারও পরামর্শ দেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর