বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

৭৫ বছরেও অম্লান আওয়ামী লীগ

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০২৪

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। বাঙালির অধিকার আদায়ে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। বাঙালির অধিকার আদায়ে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি।

১৯৬৬ সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন বাঙালি, স্বাধীন হয় বাংলাদেশ। পঁচাত্তরে জাতির পিতাকে হত্যার পর সংকটে পড়ে আওয়ামী লীগ। এরপর ১৯৮১ সালে হাল ধরেন শেখ হাসিনা। জীবনবাজি রেখে এগিয়ে নিচ্ছেন দলকে ও দেশকে।

সেই আওয়ামী লীগের হীরকজয়ন্তী আগামীকাল রোববার। এই উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি। ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোভাযাত্রা, বৃক্ষরোপণসহ ১০ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। যা দেশজুড়ে চলবে সারাবছর ধরে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নেওয়া।

ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন বলেন, ‘৫৪ সালে যুক্তফ্রন্ট, ৫৬ সালে আওয়ামী লীগ যখন প্রধান দল হিসেবে ক্ষমতায় আসে আজকের যে উন্নয়ন উন্নয়ন প্রকল্পগুলো দেখছি সেই ভিতগুলো আওয়ামী লীগের করা। এটা আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী জানেন না। গণআন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সংবিধান সবকিছু আওয়ামী লীগের করা। এমনকি গত ১২ বছরে দেশের যে স্থিতিশীলতা সেটিও আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার কারণে। আজ যে বাংলাদেশ একটা মর্যাদায় পরিণত হয়েছে সেটাও আওয়ামী লীগের কারণে।’

দেশের সবচেয়ে পুরোনো এই দলের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। হীরকজয়ন্তী উপলক্ষে জাকজমকপূর্ণ আয়োজন করছে দলটি। থাকছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত তিন দিনের অনুষ্ঠান। বছরজুড়ে চলবে সভা-সেমিনার। ২৩ জুন সোহরাওয়ার্দী উদ্যানে করবে জনসভা। এরই মধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিসহ সব রাজনৈতিক দলকে।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে বিভিন্নভাবে তুলে ধরার কাজগুলো সারা বছরব্যাপী হবে। আগামীর বাংলাদেশকে বিশ্বসভায় কীভাবে আমরা দাঁড় করাতে চাই সেই পরিকল্পনাও কিন্তু আমাদের আছে। সেগুলোও আমরা দেশবাসীর কাছে তুলে ধরব।’

দলটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘আমরা মানুষকে জানান দিতে যাচ্ছি আওয়ামী লীগের বয়স ৭৫ বছর। এই বয়সে আওয়ামী লীগ কত ইতিহাস তৈরি করেছে। এই বাংলাদেশে মুসলিম লীগ ছিল, পাকিস্তানে মুসলিম লীগ ছিল, সেই মুসলিম বিলীন হয়ে গেছে। আওয়ামী লীগ দিনে দিনে শক্তিশালী হয়, আওয়ামী লীগ প্রতিদিন শক্তিশালী হয়।’

জাকজমকপূর্ণ আয়োজনে সম্মাননা জানানো হবে প্রবীণ নেতাদের। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে, বৃক্ষরোপণ কর্মসূচি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর