ভান্ডারিয়ায় ৪ চেয়ারম্যান প্রার্থী এবং ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে দক্ষিণের জেলা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) এর প্রেসিডিয়াম সদস্য মো. মাহিবুল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার এবং তরুন সমাজসেবক মো. সালাউদ্দিন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একক প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একক প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মালিকা পারভীন।
পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় তারা বিজয়ের পথে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আগামী ৫ মে মনোনয়ন পত্র বৈধ হলে তারা বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হবেন।