বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০২:২১ অপরাহ্ন

পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে সর্বোস্তরের মানুষের চাওয়া এস এম বায়েজিদ

Reporter Name / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের রেস কাটতে না কাটতেই শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ঢামাঢোল। নির্বাচন কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, আগামী ৮মে ভোট গ্রহণ অনুষ্ঠিত যাচ্ছে ১ম দফার উপজেলা নির্বাচন। এদিকে সময় ঘনিয়ে আসার সাথে সাথে পিরোজপুর সদর উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। তবে এবার পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে বর্তমান সফল ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন কে দেখতে চায় সদর উপজেলাবাসী।সাধারণ মানুষের দ্বাবি বায়েজিদ সুখ দুঃখ, বিপদ আপদে মানুষের পাশে থাকে।এছাড়া সদর উপজেলার ৯০ শতাংশ তরুণ ভোটার তার পক্ষে রয়েছে বলে জানান জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল।
এছাড়া পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা বলেন “বায়েজিদ তরুণ প্রজন্মের জনপ্রিয় ছাত্রনেতা থেকে গত নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোট পেয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার জনপ্রিয়তা অর্জনের মূল চালিকাশক্তি মানুষকে ভালোবাসা, মানুষের ভালোবাসা ও মানুষের জন্য কাজ করা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বারবার নির্বাচিত ভিপি,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক, বর্তমান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন। নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর সদরের প্রতিটি এলাকায় পথে প্রান্তে গণসংযোগ করছেন তিনি।

পিরোজপুর সদর উপজেলার সর্বোস্তরের জনগণের সাথে মিশে ও ভাইস চেয়ারম্যান হিসেবে তার কর্মগুনে ইতোমধ্যেই সারা ফেলেছেন সমগ্র উপজেলায়।সদর উপজেলাবাসী সাদরে গ্রহণ করেছেন তাকে।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে এস এম বায়েজিদ হোসেন বলেন, ‘এই পিরোজপুর সদরে আমার জন্ম আমি কলেজ জীবন থেকে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছি,গত উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে সদর উপজেলার সর্বোস্তরের জনগণ সতষ্পূর্তভাবে ভোট দিয়ে প্রায় চল্লিশ হাজার ভোটে বিজয়ী করেছেন।পিরোজপুর সদর উপজেলার সর্বস্তরের মানুষদেরকে নিঃস্বার্থ ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে বাকি জীবন চলতে চাই। মহান আল্লাহর দয়ায় পিরোজপুর সদর উপজেলাবাসীর সমর্থনে যদি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই তাহলে বেতন, ভাতা, গাড়ি কিংবা বাড়ি সহ সরকারি কোনো সুবিধা নিবোনা।জনগণের ভালোবাসা নিয়ে শুধুমাত্র নিঃস্বার্থভাবে কাজ করার জন্যই চেয়ারম্যান হিসেবে নির্বাচন করছি।

তিনি আরও বলেন, ‘পেশাগত জীবনে পারিবারিকভাবে ব্যবসা থাকায় রয়েছে মানুষকে অর্থনৈতিক সহযোগিতার সুযোগ। সুতরাং এই পিরোজপুর সদর উপজেলাবাসীর কাছ থেকে আমার নেয়ার কিছু নেই বরং আয়ের সমস্ত অংশই জনগণের কল্যাণে বিলিয়ে দিতে চাই।

পিরোজপুর সদর উপজেলার বাসিন্দা আওয়ামী লীগ নেতা মোঃমোস্তফা কামাল ফকির বলেন, এর আগে অনেকেই উপজেলা চেয়ারম্যান ছিলেন তবে তাদের কাছ থেকে সদর উপজেলার মানুষ কিছুই পান নাই,কিন্তু বায়েজিদ ভাইস চেয়ারম্যান অবস্থায় এলাকার প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে সবসময় ছিলেন।বায়েজিদকে আমরা এবার চেয়ারম্যান বানাবো ইনশাআল্লাহ । তিনি মানুষের সাথে সবসময় মিশে থাকেন। তিনি সাদা মনের মানুষ তাই আমরা সদর উপজেলাবাসী তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর