বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগের সূচনা: শেখ হাসিনা

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

এবারের থাইল্যান্ড সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে অংশীদারত্বে ‘নতুন যুগের সূচনা’ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “থাইল্যান্ডে আমার সরকারি সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।”

গত ২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ডে সরকারি সফর শেষে গত সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সেই সফরের অভিজ্ঞতা জানাতে বৃহস্পতিবার তিনি গণভবনে সংবাদ সম্মেলনে আসেন।

সংবাদ সম্মেলনের শুরুতে সফর নিয়ে বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারত্বের একটি নতুন যুগের সূচনা করেছে।”

সফরের দ্বিতীয় দিন ২৫ এপ্রিল জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮০তম অধিবেশনে যোগ দেন বাংলাদেশ সরকারপ্রধান।

bdnews24.com
সমগ্র বাংলাদেশ বিশ্ব খেলা ক্রিকেট বাণিজ্য হ্যালো টিউব সব খবর

বাংলাদেশ
থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: শেখ হাসিনা
“থাইল্যান্ডে আমার সরকারি সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।”

এবারের থাইল্যান্ড সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে অংশীদারত্বে ‘নতুন যুগের সূচনা’ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, “থাইল্যান্ডে আমার সরকারি সফরটি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।”

গত ২৪ থেকে ২৯ এপ্রিল থাইল্যান্ডে সরকারি সফর শেষে গত সোমবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সেই সফরের অভিজ্ঞতা জানাতে বৃহস্পতিবার তিনি গণভবনে সংবাদ সম্মেলনে আসেন।

সংবাদ সম্মেলনের শুরুতে সফর নিয়ে বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “এটি আমাদের দুই দেশের মধ্যে ফলপ্রসূ অংশীদারত্বের একটি নতুন যুগের সূচনা করেছে।”

সফরের দ্বিতীয় দিন ২৫ এপ্রিল জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনইএসসিএপি) ৮০তম অধিবেশনে যোগ দেন বাংলাদেশ সরকারপ্রধান।

ওই অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বিশ্বনেতাদের উদ্দেশে যুদ্ধকে ‘না’ বলার আহ্বান জানিয়ে বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে স্থায়ী শান্তি ও নিরাপত্তা।

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি এবং অর্থনৈতিক ও সামাজিক কমিশন এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের নির্বাহী সচিব আরমিডা সালসিয়াহ আলিশাবানা সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

একই দিন প্রধানমন্ত্রী থাইল্যান্ডের রাজপ্রাসাদে দেশটির রাজা ভাজিরালংকর্ন এবং রানী সুথিদার সঙ্গেও সাক্ষাৎ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর