বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি

মি. পরীক্ষা মূলক / ২০৩ Time View
Update : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
ajsaradin.com

নিজস্ব প্রতিনিধ ।। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো মুহূর্তে এ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে।

এনটিআরসিএর একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

জানা গেছে, ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্য পদের তথ্য সংশোধনের সময় দেয় এনটিআর। গত ২৫ মার্চ তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়েছে।

এনটিআরসিএর কর্মকর্তা প্রতিবেদককে জানান, গণবিজ্ঞপ্তি প্রকাশের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যে কোনো মুহূর্তে গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রোববার ৫ম গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা বেশি বলেও জানান ওই কর্মকর্তা।

প্রসঙ্গত, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে প্রতিবছর একাধিক গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএ’র। এজন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে। বিস্তারিত জানতে এনটিআরসিএর ওয়েভসাইটে দেখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর